admin
18th Jun 2021 4:57 pm | অনলাইন সংস্করণ

রাজধানীর বংশালে ঢাকা ব্যাংকের ব্রাঞ্চের ভল্ট থেকে পৌনে চার কোটি টাকা উধাওয়ের ঘটনায় দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার ওই ব্রাঞ্চের কর্মকর্তারা জানতে পারেন, ভল্ট থেকে পৌনে চার কোটি টাকা উধাও হয়েছে।
এ ঘটনায় ব্যাংকের যে দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে—ব্রাঞ্চের ক্যাশ-ইনচার্জ রিফাজুল হক, ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ। গতকালই তাদের বংশাল থানা-পুলিশে সোপর্দ করা হয়।
বংশাল থানার এসআই মাসুম বিল্লাহ বলেন, যেহেতু মামলা হয়নি, তাই ৫৪ ধারায় আটক করে রিফাজুল ও এমরানকে কোর্টে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় পরে বিস্তারিত জানানো হবে।
Array