admin
17th Jan 2023 8:34 pm | অনলাইন সংস্করণ
নোবিপ্রবি প্রতিনিধি ;
নোবিপ্রবি তে অনুষ্ঠিত হলো আন্তঃ বিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা ২০২২-২০২৩।
আন্তবিভাগ সিংগেল টেবিল টেনিস ফাইনাল এ আই সি ই ডিপার্টমেন্ট কে ২-০ সেট এ পরাজিত করে ২০২২-২৩ সেশন এ চ্যাম্পিয়ন হন ফিশারিজ বিভাগের কামরান আহমেদ সিজান।
আজ ১৭ জানুয়ারি ২০২৩ বিকেল ৩.৩০ এ অডিটোরিয়াম ভবনে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। এ ম্যাচের ফাইনালে অংশগ্রহণ করে আই সি ই বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী আইনুল হোসাইন এবং ফিশারিজ &মেরিন সাইন্স বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী কামরান আহমেন সিজান। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ আজিম। এ খেলায় প্রথম ও দ্বিতীয় সেটে যথাক্রমে ১১-৮ ও ১১-৭ পয়েন্টে আইনুল হোসাইন কে পরাজিত করে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হবার সুনাম অর্জন করে সিজান।