নোবিপ্রবি প্রতিনিধি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা। তাঁর এ নিয়োগ ৬ জানুয়ারি ২০২৩ থেকে কার্যকর হয়ে পরবর্তী দুই বছরের জন্য বহাল থাকবে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ড. আতিকুর রহমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটে গবেষক হিসেবে কাজ করেন। মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি নোবিপ্রবিতে কৃষি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. আতিকুর রহমান ভূঞা বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে বিজ্ঞান শিক্ষার গুণগত মান উন্নয়নে ও গবেষণায় অধিকতর গুরুত্ব দিয়ে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে জানান তিনি।’
Array