admin
12th Feb 2020 6:14 pm | অনলাইন সংস্করণ

পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়া প্রদেশের মারদান জেলায় দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার মারদান জেলার পিরানো কালি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে গেছে। তবে বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলছে, মারদান জেলায় পাক বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়মিত অনুশীলনের সময় বিধ্বস্ত হয়েছে।
বুধবারের বিমান বিধ্বস্তের ঘটনায় পাক বিমানবাহিনীর সদর দফতর তদন্ত কমিটি গঠন করে। গত জানুয়ারিতেও পাক বিমানবাহিনীর যুদ্ধবিমান এফটি-৭ বিধ্বস্ত হয়ে দুই পাইলটের প্রাণহানি ঘটে।
Array