admin
09th Mar 2021 2:27 pm | অনলাইন সংস্করণ

ভাড়া দিতে না পারায় বাস থেকে ধাক্কা দিয়ে বাকপ্রতিবন্ধী এক নারী যাত্রীকে রাস্তায় ফেলে দেয়ার ঘটনায় বাসটির চালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
তারা হলেন- এন মল্লিক পরিবহনের চালক মো. সবুজ মিয়া এবং তার সহকারী মো. নাহিদ। জব্দ করা হয়েছে বাসটিও।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (৯ মার্চ) র্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকালে কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
গত রবিবার (৭ মার্চ) কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় বাস থেকে বাকপ্রতিবন্ধী ওই নারীকে ফেলে দেয়া হয়। ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, সেদিন সকাল পৌনে নয়টার দিকে এন মল্লিক নামের একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা ওই নারীকে। এতে ওই নারী মাথা ও কোমরে আঘাত পান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে সুস্থ করার চেষ্টা করেন। এ সময় ওই নারী কান্না করছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে ওই নারী বাস থেকে ছুড়ে ফেলে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি কথা না বলে ঘটনার সারমর্ম টাইলসে লিখে দেন। এতে সবাই বুঝতে পারেন তিনি বাকপ্রতিবন্ধী।
টাইলসের ওপর ওই নারী লিখেছেন, ‘এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইসে। ভাড়া নাই। এন মল্লিক কোনো দিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমুন ব্যবহার। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই। তাই বুজাবার চেষ্টা করসিলাম।’
এ ঘটনার প্রতিবাদে সোমবার (৮ মার্চ) উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দোহার-নবাবগঞ্জ সর্বসাধারণ ব্যানারে মানববন্ধন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
Array