
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিমানসংস্থাগুলোর মধ্যে সবচেয়ে লম্বা কর্মীর খেতাবধারী নাসির সুমরো সোমবার (১৭ মার্চ) ৫৫ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) পিআইএ’র অফিশিয়াল এক্স অ্যাকাউন্টের এক পোস্টের বরাতে গালফ নিউজ এ কথা জানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাসির সুমরোর ভাই রিয়াজ সুমরো। তিনি বলেন, বেশ কয়েক মাস ধরে তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তার ভাই। শুরুতে বাসায় চিকিৎসা নিলে প্রাথমিকভাবে কিছুটা উন্নতি হয়। কিন্তু সম্প্রতি তার অবস্থার অবনতি ঘটে। অবশেষে ফুসফুসের রোগের সাথে দীর্ঘ লড়াইয়ের পর পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুরে নিজ গ্রামে মারা যান তিনি। মঙ্গলবার শিকারপুরে তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে সমাহিত করতে আসেন হাজার হাজার মানুষ।
৭ ফুট ৯ ইঞ্চি উচ্চতার অধিকারী সুমরো বিমান শিল্পের সবচেয়ে লম্বা কর্মী হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন। তিনি পাকিস্তানের সবচেয়ে লম্বা মানুষও ছিলেন। অসাধারণ উচ্চতা তাকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি। এমনকি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) তাকে চাকরির প্রস্তাবও দেয়। পরবর্তীতে বিমানবন্দর গ্রাহক পরিষেবা দলে যোগ দে তিনি।
তার মৃত্যুর খবরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে সুমরোর পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। অন্যদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ, গভর্নর কামরান টেসোরিসহ অনেক রাজনৈতিক নেতাও তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
বিমান শিল্পে কাজ করা সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে পাকিস্তানে সুমরোকে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে বলেও জানান নেতারা। কারণ হিসেবে বলা হয়, তিনি পাকিস্তানের প্রতি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছিলেন। সেইসাথে অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়েও ছিলেন তিনি।
এর আগে, গত বছর তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অবস্থার সাময়িক উন্নতি হলেও শেষ রক্ষা আর হয়নি বিশ্বের বিমানসংস্থাগুলোর সবচেয়ে লম্বা কর্মীর খেতাবধারী এই ব্যক্তির।
Array