পেটের দিক দিয়ে জোড়া লাগানো ১৫ মাস বয়সী ভুটানের দুই যমজ শিশুকে সফলতার সঙ্গে পৃথক করতে সক্ষম হয়েছেন অস্ট্রেলিয়ার এক দল শল্যচিকিৎসক। গতকাল শুক্রবার তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়। খবর এএফপির।
২০ সদস্যের চিকিৎসক ও নার্সদের একটি দল ছয় ঘণ্টাব্যাপী অস্ত্রোচপচার করে তাদের পৃথক করেন। যকৃত ছাড়া অন্য কোনো বড় অঙ্গ দুজনের মধ্যে সংযুক্ত ছিল না। এই কারণেই অস্ত্রোপচার করা চিকিৎসকদের পক্ষে কিছু সহজ হয়েছে।
মেলবোর্ন রয়েল চিলড্রেন হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান জো ক্র্যামেরি অস্ত্রোপচার দলের নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা অবাক হওয়ার মতো কিছু পায়নি।’
সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে এ ধরনের অস্ত্রোপচার আমরা আগেও করেছি। মেয়ে শিশু দুটির পেটের ভেতর এমন কিছু পাইনি যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না।’
‘শিশু দুটি অস্ত্রোপচারের ধকল সহ্য করার মতো বেশ ভালো অবস্থায় ছিল। তাই আমরা খুব সহজেই অস্ত্রোপচারটি করতে সক্ষম হই। আশাকরি তারা খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় চলে আসবে।’
তিনি বলেছেন, আশঙ্কাজনক অবস্থা কাটতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে তারা শিশু দুটির সুস্থতা সম্পর্কে দারুণ আশাবাদী।
অস্ট্রেলিয়ার একটি দাতব্য সংস্থার সহযোগিতায় এক মাসে আগে অস্ট্রেলিয়া আসেন নিমা ও দাওয়া এবং তাদের মা বুমচো ঝ্যাংমো। অস্ত্রোপচারের ধকল সহ্য করার জন্য শিশু দুটির শরীরে যেন পর্যাপ্ত পুষ্টি তৈরি হয় তার জন্য শুক্রবার পর্যন্ত দিন অপেক্ষা করেছেন চিকিৎসকরা।
শিশু দুটির মাত্র একটি যকৃত ছিল- তা শুক্রবারের আগে জানতেন চিকিৎসকরা। তাদের দুজনের অন্ত্রের অংশও জোড়া লাগানো ছিল। আর এটি আলাদা করাই কঠিন কাজ ছিল।
ক্র্যামেরি বলেছেন, শিশু দুটির অন্ত্র সামান্য সংযুক্ত ছিল। তবে বড় ধরনের কোনো সমস্যা ছিল না।