কুষ্টিয়ার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পেট্রোল পাম্প বিস্ফোরণ হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরো ৩ জন। আহতদের কে ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দুজন নিহত হয়। তারা এলাকার খুচরো তেল বিক্রেতা। তেল নেওয়ার জন্য তারা পাম্পে এসেছিলেন। নিহতরা হলো দৌলতপুর উপজেলার দিঘলকান্দি এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে সাহাজুল (৩০), তৌহিদুলের ছেলে বিজয় (১৮) নিহত। প্রায় ২০ মিনিট ধরে জ¦লতে থাকা দফাদার ফিলিং স্টেশনের আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রনে আনেন। সুত্র জানায়, বিদ্যুৎ’র সর্ট সাকিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। আবার অনেকেই জানিয়েছেন, তেল নিতে আসা দুই ব্যাক্তি তেল নিয়ে বিড়ি বা সিগারেট খাওয়ার জন্য পাম্পের তেলের ট্যাংকির দিকে যায়। সেখানে সিগারেট খাওয়া শেষে সিগারেটের বাকি অংশ ছুড়ে ফেলে। তাতেই ট্যাংকির বিস্ফোরণ ঘটে। এবং দুজনই অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়।
ঘটনাস্থলে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।