admin
28th Jan 2020 5:44 pm | অনলাইন সংস্করণ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুইদিন বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়।
নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে ভোটের আগের দিন ৩১ জানুয়ারি ও ভোটের দিন ১ ফেব্রুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা বলা হয়েছে।
বাণিজ্য মেলার সময় বাড়ানোর গুঞ্জনের মধ্যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত জানা গেল। এরই মধ্যে ভোটের দিন ছুটি ঘোষণা করেছে সরকার।
Array