admin
04th Dec 2020 11:00 pm | অনলাইন সংস্করণ

আগামী মঙ্গলবার থেকে করোনার টিকা দেওয়া শুরু করবে যুক্তরাজ্য। শুক্রবার দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রধান এ তথ্য জানিয়েছেন।
বিবিসি ব্রেকফাষ্ট অনুষ্ঠানে ক্রিস হপসন বলেছেন, ‘এটা ম্যারাথন হতে পারে, স্প্রিন্ট নয়। মঙ্গলবার থেকে প্রতিযোগিতা শুরু হবে বলে আমরা আশা করছি।’
স্কটল্যান্ডেও মঙ্গলবার থেকে টিকা দেওয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন সেখানকার ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন।
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের উন্নয়ন করা করোনার টিকা ব্যবহারে অনুমতি দেয়। এই টিকার চার কোটি ডোজের ক্রয়াদেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে এক কোটি ডোজ শিগগিরই দেশটিতে পৌঁছাবে বলে জানানো হয়েছিল। প্রথম দফায় বেলজিয়াম থেকে আট লাখ ডোজ আগামী কয়েকদিনের মধ্যেই লন্ডনে পৌঁছাবে বলে শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন।
Array