admin
05th Nov 2020 12:56 pm | অনলাইন সংস্করণ

কারিগরি জটিলতা কিংবা নাব্য সঙ্কট না থাকলে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান শুক্রবার (৬ নভেম্বর) বসানো হবে বলে জানান পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তারা। আর এর মধ্যদিয়েই দৃশ্যমান হবে সেতুর ৫৪০০ মিটার অর্থাৎ প্রায় সাড়ে ৫ কিলোমিটার সেতু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) মো. দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বিকেলে ৩৬তম স্প্যানটি মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২ ও ৩ নম্বর পিয়ারের কাছে নিয়ে যাওয়া হবে। আগামীকাল সকালে এটা বসানো হবে।
মো. দেওয়ান আব্দুল কাদের আরও জানান, মূল সেতুর ৯০.৫০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। এ মাসে আরও তিনটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১১ নভেম্বর ৩৭তম, ১৬ নভেম্বর ৩৮তম ও ২৩ নভেম্বর ৩৯তম স্প্যান বসানো হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো। সেতুর ওপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন।
Array