প্রতিনিয়ত কাঁচাবাজার থেকে শুরু করে বাসা ভাড়া ও সন্তানের স্কুল সব জায়গাতেই খরচ বাড়ছে। তবে সংসারে খরচ বাড়ার পাশাপাশি সঞ্চয়ও করতে হবে।
যেমন পরিবারের কেউ অসুস্থ হলে বা বাড়তি কোনো খরচ করতে চাইলে আপনাকে প্রতিমাসে অল্পকিছু টাকা তো জমাতেই হবে। তবে অনেকে সংসারের খরচ চালাতেই হিমশিম খান। তাই সঞ্চয় অনেকের কাছে স্বপ্নই থেকে যায়।
তবে আপনি চাইলে এই কষ্টের মধ্যে সামান্য সঞ্চয় করতে পারেন।
আসুন জেনে নেই কীভাবে খরচ কমিয়ে সঞ্চয় করা যায়-
খরচ কমাতে যা করবেন-
১. প্রয়োজনের অতিরিক্ত খরচ করবেন না। শৌখিন জিনিস কেনা থেকে বিরত থাকুন।
২. প্রয়োজনের অতিরিক্ত শপিং করবেন না। সাধ ও সাধ্যের সামন্যয় করুন।
৩. পার্লারে না গিয়ে ঘরেই সৌন্দর্যচর্চা করুন। উৎসবে উপহারের বাজেট কাটছাঁট করুন।
টাকা কীভাবে জমাবেন
আয়ের অন্তত ৫ থেকে ১০ শতাংশ টাকা জমাতে চেষ্টা করুন। সপ্তাহ শেষে বাজেটের সঙ্গে খরচের হিসাব মেলান। বেতন পাওয়ার পর বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, সন্তানের স্কুলের বেতন ইত্যাদি দেওয়ার পর যে টাকা থাকবে তার ১০ শতাংশ সেভিংস অ্যাকাউন্টে জমা রাখুন।
সপ্তাহে একদিন বা দু’দিন বাজারে যান। তালিকা মিলিয়ে জিনিস কিনুন হিসেব করে। অযথা কেনাকাটা না করাই ভালো।
Array