
অনলাইন ডেস্ক : রাজধানীর বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সানা আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
ডিএমপির নির্দেশনায় বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় এবং মিন্টো রোড এলাকাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সম্প্রতি বিভিন্ন সংগঠন ও পেশাজীবীদের আন্দোলনের অংশ হিসেবে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে সভা-সমাবেশ, মিছিলের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকায় ডিএমপি এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, ২০২৪ সালের ২৬ আগস্ট একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেই নিষেধাজ্ঞা বহাল ছিল কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি।