
তাইওয়ানে সমলিঙ্গের বিয়ের বৈধতা নিয়ে গণভোটে হেরে গেছে সমর্থনকারীরা। এতে ভোটাররা সমকামীতার বিপক্ষে অবস্থান নিয়েছেন। প্রাই দুই বছর ধরে সমলিঙ্গের বৈধতা নিয়ে বিতর্কে চলার পর অবেশেষে গণভোটের সিদ্ধান্ত নেই তাইওয়ান। সেখানেই এ বিয়ের বিপক্ষে রায় দেয় ভোটাররা।
তাইওয়ানের সর্বোচ্চ আদালত ২০১৭ সালে সমলিঙ্গের বিয়ের বৈধতা দেয়। সে সময় আদালত জানিয়েছিল, এই রায় দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কিন্তু রক্ষণশীলদের বিরোধিতার মুখে সরকার তা বাস্তবায়ন করতে পারেনি। এ কারণে সমলিঙ্গের বিয়ের বৈধতা বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়।
এই গণভোটে তাইওয়ানের ভোটাররা মোট ১০টি বিষয়ে রায় দেন। একটিতে জানতে চাওয়া হয়, এক নারী ও পুরুষের মিলনকে কি বিয়ে বলে চিহ্নিত করা হবে? আরেকটিতে জানতে চাওয়া হয়, একই লিঙ্গের মিলনকে কি পৃথক আইন দ্বারা নিয়ন্ত্রণ করা হবে?
গণভোটে দেশটির জনগণের ৭৭ শতাংশ নারী ও পুরুষ পারস্পারিক বিয়েতে আগ্রহী। যেখানে সমলিঙ্গের সঙ্গে বিয়ের ব্যাপারে অধিকাংশই না সূচক মত দিয়েছে। তবে শনিবারের ওই ভোটের ফলে এই আইনে কী প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট নয়।
দেশটির সর্বোচ্চ আদালতের রায় মেনে সমলিঙ্গের সম্পর্ককে সুরক্ষার আওতায় আনা হলেও বিয়ের মর্যাদা দেয়া হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Array