
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ফের আলোচনার টেবিলে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ সোমবার (২৪ মার্চ) এক বৈঠকে মিলিত হয়েছেন তারা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বৃহত্তর চুক্তিতে পৌঁছানোর আগে কৃষ্ণ সাগরে রাশিয়া-ইউক্রেনের উত্তেজনা বন্ধ করার ওপর বিশেষ নজর রাখছে ওয়াশিংটন।
গত সপ্তাহে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উভয় দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিন বছর ধরে চলা সংঘাত বন্ধে বেশ জোর দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সৌদিতে মস্কোর প্রতিনিধিদের সঙ্গে বসেছে ট্রাম্প প্রশাসন।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পরিচালক এন্ড্রিউ পিকের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া মার্কিন প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র দপ্তরের সিনিয়র মুখপাত্র মাইকেল অ্যান্তনও যুক্ত আছেন।
যুদ্ধবিরতির চুক্তিতে পুতিনের ভূমিকা নিয়ে বেশ সংশয় প্রকাশ করেছেন ইউরোপীয়ান নেতারা। পুতিন কি ছাড় দিতে প্রস্তুত নাকি তার দাবির উপরেই অটল থাকবেন তা নিয়ে বৃটেনের সংশয়ের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
Array