
ঢাকা, বুধবার, ০১ এপ্রিল-২০২০ : পুরান ঢাকা বিশিষ্ট সমাজ সেবক মরহুম হাজী গিয়াস উদ্দিন আহমেদ এর ছেলে এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ হাজী সাইফুদ্দিন আহমদে মিলন-এর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী হাজী ওয়াসিম উদ্দিন আহমেদ (৪৬) ইন্তেকাল করেছেন। আজ সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে এবং বহু আত্মীয় স্বজন রেখে গেছেন মরহুম হাজী ওয়াসিম উদ্দিন।
আজ বাদ আসর আমলীগোলা শাহী মসজিদে মরহুম ওয়াসিম উদ্দিন আহমেদ-এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন-এর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী হাজী ওয়াসিম উদ্দিন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন-এর ছোট ভাই হাজী ওয়াসিম উদ্দিন এর মৃত্যুতে অনুরুপ শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।
Array