
ঢাকা, বুধবার, ১০ জুলাই ২০১৯ : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, গেলো ৩ থেকে ৪ দিন পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা সার্বিকভাবে অপরিবর্তিত আছে। তবে কোন কোন ক্ষেত্রে শরীরিক অবস্থার উন্নতি হয়েছে, আবার কোন কোন ক্ষেত্রে অবনতি হয়েছে। তিনি বলেন, এভাবে ৭ থেকে ৮ দিন পল্লীবন্ধুর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে ধীরে ধীরে উন্নতির আশা করছেন চিকিৎসকরা।
আজ বুধবার দুপুর ১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি- পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা গণমাধ্যম কর্মীদের জানান।
এসময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আরো বলেন, পল্লীবন্ধুকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তাই আজ বেলা সাড়ে ১১টার দিকে ডাকা হলে তিনি চোখ মেলতে চেষ্টা করেছেন। তিনি বলেন, রক্তচাপ এবং অক্সিজেন গ্রহণ স্বাভাবিক আছে, ফুসফুসের সংক্রমণ কমেছে। কিন্তু কিডনী পুরোপুরি কাজ না করায় পল্লীবন্ধুকে ডায়ালাইসিস দেয়া হচ্ছে। হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে পল্লীবন্ধুর রক্তের বর্জ বের করা হচ্ছে এবং হেমো ডায়া পারফিউশনের মাধ্যমে তাঁর সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা এমন শারীরিক অবস্থায় বিদেশে নেয়া ঝুকিপূর্ণ মনে করেছেন। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা বোর্ড গঠন করে এবং বিদেশী বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে পল্লীবন্ধুর চিকিৎসা দিচ্ছেন। সিএমএইচ- এর চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, সিএমএইচ-এ হুসেইন মুহম্মদ এরশাদের বিশ^মানের চিকিৎসা চলছে।
গোলাম মোহাম্মদ কাদের এমপি গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এসময় জাতীয় পার্টির মহাসচিব এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য- এস.এম. আব্দুল মান্নান, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, মোঃ আজম খান, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আখতার, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা- মোঃ সেলিম উদ্দিন, মেজর (অব.) আশরাফ উদ দৌলা, ড. নুরুল আজহার, মাহমুদুর রহমান মাহমুদ, ভাইস চেয়ারম্যান- নুরুল ইসলাম নুরু, শফিকুল ইসলাম শফিক, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, হাসিবুল ইসলাম জয়, সম্পাদক মন্ডলী- মোঃ ইসাহাক ভূঁইয়া, জসীম উদ্দিন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, মোঃ হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, শাহজাহান মনসুর, এম.এ. রাজ্জাক খান, মোঃ হুমায়ন খান, মোঃ গোলাম মোস্তফা, আবু সাঈদ স্বপন, আহাদ চৌধুরী শাহীন, মোস্তফা আল মাহমুদ, কেন্দ্রীয় নেতা- মোঃ শামছুল হুদা, এম.এ. সালাম, এ্যাড. আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান দুলাল, মোঃ জাকির হোসেন মৃধা, মামুনুর রহমান, আনোয়ার হোসেন তোতা, ছাত্রসমাজের সদস্য সচিব- ফয়সাল দিদার দীপু।
Array