admin
02nd Apr 2021 10:52 pm | অনলাইন সংস্করণ

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত সড়কে শনিবার (০৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ১০টি ইউটার্ন। এসব এলাকায় চলাচলকারী যানবাহনকে ইউটার্নগুলো ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
শুক্রবার (০২ এপ্রিল) ডিএনসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের আওতায় শনিবার (৩ এপ্রিল) উত্তরা রাজলক্ষ্মীর সামনে, উত্তরা র্যাব-১ অফিস, ফ্লাইং ক্লাব কাওলা, বনানী ওভারপাস, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে, বনানী চেয়ারম্যানবাড়ি, মহাখালী আমতলী, মহাখালী বাস টার্মিনালের সামনে, তেজগাঁও নাবিস্কো মোড় এবং সাতরাস্তার বিজি প্রেস এলাকায় নির্মিত ১০টি ইউটার্ন যানবাহনের ব্যবহারের খুলে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউটার্ন খুলে দেওয়ার পাশাপাশি সড়কের উভয় দিকে ডানে মোড় নেওয়ার সব পয়েন্ট বন্ধ করে দেওয়া হবে।
ডিএনসিসি বন্ধ হতে যাওয়া সড়কের উভয় দিকে ডানে মোড় নেওয়ার পয়েন্টগুলো উল্লেখ করে দিয়েছে বিজ্ঞপ্তিতে। পয়েন্টগুলো হলো- নেভি হেড কোয়ার্টারের শাখা রাস্তা, বনানী রোড নম্বর ২৭, বনানী কাকলী, বনানী রোড নম্বর ১১, মহাখালী আমতলী মোড়, তেজগাঁও কোহিনুর মোড় ও লাভ রোড মোড়। এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে সহযোগিতা দেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএনসিসি।
Array