admin
09th Mar 2020 12:46 pm | অনলাইন সংস্করণ

ইতালির প্রধানমন্ত্রী দেশটির করোনাপীড়িত লোম্বার্ডি অঞ্চল এবং আরও ১৪টি প্রদেশের ১ কোটি ৬০ লাখ নাগরিককে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। এপ্রিলের শুরুর দিক পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জিম, সুইমিং পুল, জাদুঘর ও স্কাই রিসোর্টও বন্ধ থাকবে। ইউরোপের মধ্যে ইতালিতেই করোনাভাইরাস ছড়ানোর হার বেশি। মিলানের আর্থিক প্রতিষ্ঠান এবং ভেনিসের পর্যটন স্থানগুলো ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
ইতালিতে এ পর্যন্ত ২৩৩ জনের মৃত্যু হয়েছে যার চীনের বাইরে কোনো একক দেশে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ জনের বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৮৩ জন।
Array