
২০ জানুয়ারি, রবিবার ২০১৯ :
সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপ-এর জন্য সিঙ্গাপুর গেছেন। আজ রবিবার দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স-এর একটি বিমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
তাঁর সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মোঃ খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং মোর্শেদ এর স্ত্রী রুখসানা খান মোর্শেদ।
বিমানবন্দরে হুসেইন মুহম্মদ এরশাদ-কে বিদায় জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, গোলাম কিবরিয়া টিপু এমপি, সৈয়দ আব্দুল মান্নান, মাসুদা এম রশীদ চৌধুরী, এ্যাড. সালমা ইসলাম, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখর উজ জামান জাহাঙ্গীর, উপদেষ্টা- সোমনাথ দে, নাজমা আখতার, এমএম নেওয়াজ উদ্দিন. ভাইস চেয়ারম্যান, শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, রওশন আরা মান্নান, মেহজাবিন মোর্শেদ, যুগ্ম মহাসচিব- লিয়াকত হোসেন খোকা এমপি, সম্পাদকমন্ডলীর সদস্য- মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, মোঃ আমির হোসেন ভূঁইয়া, মোঃ বেলাল হোসেন, নিগার সুলতান রানী, এম.এ. রাজ্জাক খান, কাজী আবুল খায়ের, মিজানুর রহমান, কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মোহাম্মদ মোহিবুল্লাহ, মোঃ মিজানুর রহমান, মেজর রানা মোহাম্মদ সোহেল এমপি, আমেনা বেগম প্রমুখ নেতৃবৃন্দ।
Array