• ঢাকা, বাংলাদেশ

সাবেক মন্ত্রী ছায়েদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার 

 admin 
15th Dec 2019 7:05 pm  |  অনলাইন সংস্করণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার (১৬ ডিসেম্বর)।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছায়েদুল হক মারা যান ২০১৭ সালের ১৬ ডিসেম্বর। আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাসিরনগরে দোয়া মাহফিলের আয়োজন করেছে তার পরিবার।

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছায়েদুল হক ১৯৪২ সালের ৪ মার্চ নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫-৬৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে এমএ (অর্থনীতি) ও ১৯৭০ সালে এলএলবি পাস করা ছায়েদুল হক বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনে সহযোগীর ভূমিকা পালন করেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন।

১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ছায়েদুল হক। মৃত্যুর সময় তিনি দশম জাতীয় সংসদের সদস্য এবং আওয়ামী লীগ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা এর আগে খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মোহাম্মদ ছায়েদুল হক মৎস্যখাতে ব্যাপক উন্নয়ন করেন। তিনি নিজ নির্বাচনী এলাকা নাসিরনগরে ব্যাপক উন্নয়ন করে প্রশংসিত হয়েছেন। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মরহুম ছায়েদুল হকের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১