
করোনাভাইরাসের ভয়াল থাবা এবার যুক্তরাষ্ট্রে। ইতালি যেমন আক্রান্ত এবং মৃতের সংখ্যায় প্রত্যেকদিনই নিজেকে ছাড়িয়ে গেছে এবার তেমনটা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। মৃত্যুবরণ করেছেন ১১৭ জন।
করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত হওয়ার ঘটনা। আক্রান্তের সংখ্যায় দেশটি এখন তিন নম্বরে, ছাড়িয়ে গেছে স্পেন, জার্মানি, ইরান এবং ফ্রান্সকে। এক এবং দুই নম্বরে আছে চীন ও ইতালি।
অঙ্গরাজ্যগুলোর মধ্যে নিউইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮০০ মানুষ। এ নিয়ে শুধু এই রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ১৬৮ জনে, মৃত্যুবরণ করেছেন ১১৪ জন।
নিউ জার্সিসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যগুলোর অবস্থাও শোচনীয়। করোনাভাইরাস ঠেকাতে কোনো পদক্ষেপই যেন কাজে আসছে না। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই অবস্থাকে ‘স্মরণকালের সবচেয়ে বড় দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
Array