
করোনাভাইরাসের সংক্রমন রোধে নিজ গৃহে অবস্থানকারী সোনারগাঁয়ের নিম্ন আয়ের মানুষের সেবক হিসেবে পাশে রয়েছেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা। স্বেচ্ছায় এই গৃহবন্দি মানুষেরা যাতে খাবারের জন্য কষ্ট না পায় সেজন্য এমপি খোকা প্রতি রাতেই ব্যাগ ভর্তি চাল, ডাল, আলু, তেল, সাবান, ঔষধ, হ্যান্ড মাস্ক, হ্যান্ড গ্লাভস ও স্যানিটাইজার নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।
উপজেলার নামধারী রাজনৈতিক নেতারা যেখানে সাহায্যের নামে ফটোসেশনের পর করোনা আতঙ্কে নিজ নিজ ঘরের কোনে অবস্থান নিয়েছেন, সেখানে এমপি খোকার এই নিরলস সেবামূখী কার্যক্রম উপজেলাবাসীর হৃদয়ে ব্যাপক প্রভাব ফেলেছে।
দিনের বেলা মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা থাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে রাতের আঁধারে কয়েকজন সঙ্গী নিয়ে আয়ের মানুষের ঘরে ঘরে এমপি খোকার এই ত্রান বিতরন উপজেলাবাসী আজীবন স্মরণ রাখবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Array