
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই, ২০২০ইং:
সাবেক স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রী, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা—১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াত সাহারা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাহারা খাতুন ছিলেন গণমানুষের জন্য এক নিবেদিত প্রাণ। তিনি সারা জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষের জন্য তাঁর অবদান অক্ষয় হয়ে থাকবে। তিনি বলেন, সাহারা খাতুনের মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে।
সাবেক স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে একই ভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।