admin
06th Sep 2020 12:14 pm | অনলাইন সংস্করণ

সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (০৫ সেপ্টেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে এ তথ্য জানানো হয়েছে।
করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) জেদ্দা থেকে এ ফ্লাইট পরিচালনা করছে বিমান।
জেদ্দা থেকে ঢাকায় ইকোনমি আসনে ভাড়া নিচ্ছে দুই হাজার ২০০ রিয়াল। একইসঙ্গে বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ভ্রমণ করতে হবে।
ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) পাওয়া যাবে।