• ঢাকা, বাংলাদেশ

জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ 

 admin 
06th Dec 2020 10:27 pm  |  অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা সাময়িক সময়ের জন্য ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেও প্রতিবাদ জানায়।

রোববার (৬ ডিসেম্বর) দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেইট সংলগ্ন মহাসড়কে অবস্থান নেয় জাবি ছাত্রলীগের বিভিন্ন হলের প্রায় শতাধিক নেতাকর্মী।

এর আগে বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের করে জাবি শাখা ছাত্রলীগ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা গেইট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হুসাইন রাজন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কোনো অসম্মানজনক আচরণ এই বাংলার মাটিতে আমরা মেনে নিবো না। কোনো অবস্থাতেই আমরা মৌলবাদী শক্তির কাছে মাথানত করে আমাদের স্বাধীনতা বিসর্জন দিবো না। তারা আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে শুরু করেছে, কাল তার গান বাজনা নিয়ে কথা বলবে, এর পর তারা আস্তে আস্তে সংস্কৃতি এবং নারী শিক্ষার অগ্রগতিতেও বাঁধা দিবে। তারা দেশটাকে আফগানিস্তান, পাকিস্তান বানানোর চেষ্টা করছে।

সমাবেশে থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার এবং আগামী ৭ দিনের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ধরনের পরিস্থিতি তৈরীর জন্য দায়ী মামুনুল হককেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

এ ব্যাপারে ব্যক্তিগত সাক্ষাৎকারে জাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার এশা বলেন, লালনের অসাম্প্রদায়িক চেতনার কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর অবমাননা মেনে নেওয়া যায় না। বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব, তারা আমাদের অস্তিত্বে আঘাত করেছে। এজন্য আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল রাতে মশাল মিছিল করেছি। কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা ২৪ ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতার ও ৭ দিনের মধ্যে বিচার করার দাবি জানিয়েছি।

এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, আজিজুর রহমান লিলু, বায়োজিদ রানা কলিন্স, যুগ্ম-সম্পাদক আফফান হোসেন আপন, নাট্য ও বিতর্ক সম্পাদক রতন বিশ্বাস, উপ-ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী আহসান, উপ-পাঠাগার ও সাহিত্য সম্পাদক শাহরুখ শাহরিয়ার সৌমিক সহ শাখা ছাত্রলীগের আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১