ঢাকা, ২৫মে, মঙ্গলবার, ২০২১ই:
প্রেম-দ্রোহ-ভালোবাসার শাশ্বত কবি, অত্যাচারিত, নীপিড়িত, দূঃখী মানুষের সর্বকালের সাথী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষীকীতে জাতীয় ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পূষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সুযোগ্য সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল ও বিপ্লবী সাধারণ সম্পাদক মানবিক ছাত্র নেতা মোঃ আল মামুন। আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি শাহ ইমরান রিপন, সহ সভাপতি মারুফ তালুকদার প্রিন্স, জাতীয় ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ফকির আল মামুন, সদস্য সচিব আবু সাঈদ লিওন, কেন্দ্রীয় সদস্য সমিউল সোহাগ ও ছাত্র নেতা সংগীত শিল্পী আশরাফ খাঁন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন জাতীয় কবির জীবনকর্ম আমাদের অনুপ্রাণিত করেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি।
Array