
ঢাকা- শুক্রবার, ১০ মে, ২০১৯ :
জাতীয় পার্টির ফটো সাংবাদিক ও জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য জেড আল-আমিনের জানাযা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশগ্রহণ করেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান সরদার শাহাজাহান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম-দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহিন, মোঃ গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নেতা মোঃ তারেক এ আদেল, জাতীয় যুব সংহতির নেতা- আবু সাদেক বাদল, শফিকুল ইসলাম দুলাল, মোঃ দ্বীন ইসলাম শেখ, গাজী এমএ সালাম, আলমগীর হোসেন, মোঃ আরিফুল ইসলাম রুবেল, আব্দুল কাদের জুয়েল সরকার, সামশেদ তাবরেজ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা আজিজুল হুদা চৌধুরী সুমন, মোঃ নুরুজ্জামান, মোঃ ইউসুফ, ইদি আমীন এ্যাপোলো, জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতা নজরুল ইসলাম দয়া সহ আল আমিনের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
জানাজা পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইছারুহুল্লা আসিফ।
উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সৈয়দা পারভীন তারেক, মনোয়ারা তাহের মানু, ডা. সেলিমা খান, রিতু নুর, তাসলিমা আক্তার রুনা, মোমেনা সরকার প্রমুখ।
Array