• ঢাকা, বাংলাদেশ

গতকাল থেকে পল্লীবন্ধুর শারীরিক অবস্থার কোন অবনতি হয়নি। পল্লীবন্ধুর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকা মানেই শুভ লক্ষণ-গোলাম মোহাম্মদ কাদের এমপি 

 admin 
01st Jul 2019 5:58 pm  |  অনলাইন সংস্করণ

ঢাকা, সোমবার, ০১ জুলাই ২০১৯ : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি বলেন, গতকাল থেকে পল্লীবন্ধুর শারীরিক অবস্থার কোন অবনতি হয়নি। পল্লীবন্ধুর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকা মানেই শুভ লক্ষণ। সিএমএইচ এর চিকিৎসকরা অত্যান্ত আন্তরিকভাবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও গুজব না ছড়াতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।
আজ বেলা ১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের সবশেষ শারীরিক অবস্থা গণমাধ্যমের সামনে ব্রিফ করার সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এ কথা বলেন।
পল্লীবন্ধুর চিকিৎসা সম্বন্ধে তিনি বলেন, চিকিৎসকরা তার শ্যাস-প্রশাস স্বাভাবিক করতে আন্তরিকভাবে চিকিৎসা করে যাচ্ছেন। তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন হুসেইন মুহম্মদ এরশাদের সবশেষ শারীরিক উন্নতি। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, চিকিৎসকরা পল্লীবন্ধুর শারীরিক অবস্থার উন্নতি নিয়ে আশবাদী। তিনি আরো বলেন, পল্লীবন্ধু আধো ঘুম-আধো জাগরণে আছেন। বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকাল সাড়ে ১০টার দিকে সিএমএইচে আসেন। এসময় চোখ মেলে তাদের কথায় সাড়াও দিয়েছেন পল্লীবন্ধু। অক্সিজেন মাক্স পড়া থাকায় হুসেইন মুহম্মদ এরশাদ কথা বলতে পারেননি। গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে জাতীয় পার্টির পক্ষ থেকে নিয়মিত ব্রিফ করা হচ্ছে। প্রয়োজন হলে আইএসপিআর ব্রিফ করবে। কিন্তু গণমাধ্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তকর বা বানোয়াট খবর প্রচার না করতেও অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। প্রধানমন্ত্রী সকালে পার্টির সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিএমএইচে পাঠিয়েছেন। বলেন, বিকেলে স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে আসবেন। তিনিও দেশবাসীর কাছে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। মসিউর রহমান রাঙ্গা আশা প্রকাশ করে বলেন, আশরা আশা করছি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পুরোপুরি সুস্থ হয়ে সংসদে তাঁর নির্ধারিত আসনে বসতে পারবেন। আবারো দেশ ও জাতীর কল্যাণে সংসদে কথা বলবেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য- সাইদুর রহমান টেপা, গোলাম কিবরিয়া টিপু এমপি, হাফিজ উদ্দিন আহমেদ, সুনীল শুভ রায়, লেঃ জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান মোস্তফা, ফখরুজ্জামান জাহাঙ্গীর, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য- মেজর (অব.) আশরাফুদ্দৌলা, ড. নুরুল আজহার, মাহমুদুর রহমান, ভাইস চেয়ারম্যান- অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, নুরুল ইসলাম নুরু, সর্দার শাহজাহান, নিগার রানী সুলাতানা, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব- লিয়াকত হোসেন খোকা এমপি, গোলাম মোহাম্মদ রাজু, হাসিবুল ইসলাম জয়, এস.এম. ইয়াসির, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমন্ডলীর সদস্য- মোঃ শাহ-ই আজম, জসীম উদ্দিন ভূঁইয়া, আ‌মির হো‌সেন ভুইয়া ,মোঃ হেলাল উদ্দিন, মোঃ বেলাল হোসেন, এ্যাড. জুলফিকার হোসেন, মাহামুদা মুন্নি, জাকির হোসেন মিলন, এম.এ. সাত্তার, এম.এ. রাজ্জাক খান, কাজী আবুল খা‌য়ের ,আবু সাঈদ স্বপন, ইফতেখার আহসান হাসান, শাহাদৎ কবির, এ্যাড. আহমেদ শফি রুবেল, মাখন সরকার, রেজাউল করিম, নিজাম উদ্দিন সরকার, কেন্দ্রীয় নেতা- আজাহার সরকার, জয়নাল আবেদীন, নিয়াজ আলী ভূঁইয়া, মিজানুর রহমান দুলাল, আবু সাদেক বাদল, এ্যাড. আবু তৈয়ব, মাসুদুর রহমান মাসুম, রেজাউর রাজি স্বপন চৌধুরী, ফজলে এলাহী সোহাগ, সোলাইমান সামী, মোতাহার হোসেন, আবুল কাশেম, জি.এম. বাবু, মোতাহার হোসেন, ফরিদা সিকদার, জিয়াউর রহমান বিপুল।


পল্লীবন্ধুর শয্যা পাশে কোরআন তিলাওয়াত করেছেন বেগম রওশন এরশাদ এমপি
হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিনী, জতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা এবং জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি আজ ১ জুলাই ২০১৯ দুপুরে প্রায় এক ঘন্টা সিএমএইচে পল্লীবন্ধুর শয্যা পাশে কোরআন তিলাওয়াত করেছেন। তিনিও জানিয়েছেন পল্লীবন্ধুর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। বেগম রওশন এরশাদ এমপি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১