• ঢাকা, বাংলাদেশ

কুতুবদিয়ায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া নারীর অংশ গ্রহণ শীর্ষক কর্মশালা’ অনুষ্ঠিত 

 admin 
03rd May 2019 1:30 am  |  অনলাইন সংস্করণ

 

মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়াঃ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া নারীর অংশ গ্রহন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ দ্বিতীয় পর্যায় প্রকল্প, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) উপজেলা পরিষদ হলরুমে ২রা মে বৃহস্পতিবার সকালে এই আয়োজন করে।

গ্রাম আদালত দ্বিতীয় পর্যায়ে বিচার প্রক্রিয়া নারীর অংশ গ্রহন ও সচেতনতা বৃদ্ধি করনীয়সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় এতে সভাপতিত্ব করেন। এতে মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুনেচ্ছা, ডিজিএফআই মোঃ সেলিম জেলা সমন্বয়কারী অলক কুমার রায়,উপজেলা সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দিন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহকারী আবুল কাশেম বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য,নারী নেত্রী, সমাজ সেবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট),গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র আর্থিক সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ ২০১৭ সালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প সারাদেশে ২৭ টি জেলায় ১০৮০টি ইউনিয়নে কার্যক্রম চলমান রয়েছে।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১