admin
04th Apr 2025 6:12 pm | অনলাইন সংস্করণ

স্টাফ রিপোর্ট :গোপালগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় ও সুনাশুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি
বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, আজ সকাল ১০টার দিকে একই মহাসড়কের সুনাশুর নামক স্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুইটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ৫ জন যাত্রী আহত হয়। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Array