
ব্রাক্ষণবাড়ীয়া, রবিবার, ০৫ এপ্রিল ২০২০ইং :
সরকারের বিধি বিধান ও করোনা প্রতিরোধের নিয়ম মেনে জাতীয় পার্টির জেলা নেতা কর্মিদের উপস্থিতিতে ত্রাণ বিতরণ কার্যক্রম পুরোদমে চলছে।
এ প্রসঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, অতিরিক্ত মহাসচিব ও ব্রাক্ষণবাড়ীয়া জেলা জাতীয় পার্টির আহবায়ক জননেতা এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া বলেন, করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের ফলে স্বল্প আয়ের মানুষেরা বেকার হয়ে পড়ছে।
তাই আজ থেকে জেলা জাতীয় পার্টি সাধ্য অনুযায়ী করোনা আতংকে গৃহবন্দি কর্মহীন ও দরিদ্র মানুষদের মধ্যে চাল,আটা,আলু, পিয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে যাবে। তিনি আরো বলেন দেশের এই ক্রান্তিলগ্নে বরাবরের মত ব্রাক্ষণবাড়ীয়া জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতারা সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকবে।
ইতিমধ্যে স্বল্প আয়ের মানুষের পাশে থাকার জন্য সংগঠনের সকল নেতা-কর্মিকে নির্দেশনাও দেয়া হয়েছে। তিনি ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ গ্রহনের জন্য কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন দুলু, সাংগঠনিক সম্পাদক তারেক আদেল সহ ব্রাক্ষণবাড়ীয়া জেলা জাতীয় পার্টি, যুব সংহতি, ওলামা পার্টি, জাতীয় সেচ্চাসেবক পার্টি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় মহিলা পার্টি, জাতীয় ছাত্র সমাজের নেতৃববৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন দুলু বলেন, যে কোন দূর্যোগ মোকাবেলায় ব্রাক্ষণবাড়ীয়া জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জনগনের পাশে থাকবে। সাংগঠনিক সম্পাদক তারেক আদেল বলেন, আমার প্রয়াত বাবা সাবেক ডেপুটি মেয়র জাহাঙ্গীর মোহাম্মদ আদেল এর মত আমিও ব্রাক্ষণবাড়ীয়ার মানুষের পাশে আছি এবং থাকব। আজ জেলার সদর উপজেলায় ২৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আগামীকাল বিজয়নগর ও পৌরসভা এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
Array