
ডেস্ক রিপোর্ট: একসময়ের জাতীয় পাটির দূর্গ বলে খ্যাত গৌরীপুর দীর্ঘদিন নানা ঝুট ঝামেলা ও সাংগঠনিক দুর্বলতার কারনে অতীত অবস্থান হারিয়ে ফেলেছে। এই অবস্থা থেকে গৌরীপুর জাতীয় পার্টিকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হবে। তা হলে গৌরীপুরে জাতীয় পার্টি আবারো স্বমহিমায় জেগে উঠবে। উপরোক্ত কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান আকাশ। তিনি আজ সোমবার সকাল ১০ টায় ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় রিপোর্টাস ক্লাবে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভায় যোগ দিয়ে নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন।
গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ- সভাপতি আব্দুল গফুরের সভাপত্বিতে ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির যুগ্ন সাধারণ সম্পাদক আঃ গফুর, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুব সংহতির সভাপতি সোহেল মিয়া, রিপোর্টাস ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সহ- সভাপতি লুৎফর রহমান খোকন, সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারন সম্পাদক ফারুক আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, রইছ উদ্দিন, সাংবাদিক হুমায়ূন কবীর প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডাঃ আকাশ জাতীয় পার্টির নেতাকর্মী, রিপোর্টাস ক্লাব, প্রেস ক্লাব, সাংবাদিক ঐক্য ফোরাম, গৌরীপুর শহর ও বোকাইনগর ইউনিয়ন এর সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন করেন।
Array