• ঢাকা, বাংলাদেশ

ঝাঁকেঝাঁকে মিলছে ইলিশ 

 admin 
14th Jul 2021 3:33 pm  |  অনলাইন সংস্করণ

চাঁদপুরে বেড়েছে ইলিশের আমদানি। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে জালে। পদ্মা-মেঘনায় তাই বেড়েছে জেলেদের আনাগোনা। ব্যস্ততা বেড়েছে হাতিয়া, সন্দ্বীপসহ সাগর অঞ্চলেও। গত সোমবার একদিনেই হাজার মণ ইলিশ ওঠে দেশের ইলিশের সবচেয়ে বড় বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। এই হাজার মণের একশ’ মণই ছিল চাঁদপুরের পদ্মা-মেঘনার। ইলিশের আমদানিতে ঘাটে ঘাটে ফিরছে কর্মচাঞ্চল্যতা। ব্যস্ত মৎস শ্রমিক, আড়তদার ও ব্যবসায়ীরাও।

এদিকে মাছের আমদানি বাড়ায় দামও কিছুটা কমতে শুরু করেছে। চাঁদপুর বড় স্টেশনের আড়ৎদার ইমান হোসেন গাজী বলেন, ‘সপ্তাহজুড়েই মাছের আমদানি বাড়তির দিকে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে বড় স্টেশন মাছের আমদানি হয় প্রায় ৫০০ মণ। আর চলতি সপ্তাহের শুরু থেকেই মাছের আমদানি বেড়ে প্রায় এক হাজার মনে উন্নীত হয়েছে। এসব ইলিশের বেশির ভাগই সাগরের। চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশের আমদানি কম।’

তিনি জানান, ৪শ’ থেকে ৭শ’ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ পাইকারি বিক্রি হচ্ছে ১৯ হাজার টাকা। যা দুইদিন আগে ছিল ২৬ হাজার থেকে ২৭ হাজার টাকা। আর ৮শ’ থেকে ৯শ’ গ্রামের ইলিশ বর্তমানে বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকা মণ। আর এক কেজি থেকে ১২শ’ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩৬ হাজার টাকা প্রতি মণ। তবে চাঁদপুরের নদী অঞ্চলের মাছের দাম সব সময়ই একটু বেশি থাকে। তবে লকডাউনের কারণে বেচাকেনা কিছুটা কম ছিল বলে জানান তিনি।

বড় স্টেশনের মৎস্য ব্যবসায়ী সাগর হোসেন বলেন, ‘চলতি সপ্তাহে বাজারে মাছের আমদানি কিছুটা বেড়েছে। বর্তমানে বাজারে গড়ে প্রতিদিন ৯শ’ থেকে হাজার মণ ইলিশ আমদানি হচ্ছে। এসব মাছের বেশির ভাগই হাতিয়া, সন্দ্বীপ অঞ্চলের। মাঝেমধ্যে আবার আমদানি কমেও যাচ্ছে। আশা করি, সামনে ইলিশের আমদানি আরও বাড়বে। তখন দামও আরও কমবে।’

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ‘এবার বৃষ্টি দেরিতে শুরু হয়েছে। ইলিশ মাইগ্রেশনের ক্ষেত্রে বৃষ্টি একটা বড় ফ্যাক্টর। নদীতে পানিপ্রবাহ কম। এসব কারণে মাছ মাইগ্রেট করছে না।’

তিনি বলেন, ‘উপকূলীয় কয়েকটি জেলায় কম্বিং অপারেশন চলছে। এটি চলবে ২৩ জুলাই পর্যন্ত। এ কারণে ওইসব এলাকায় ইলিশ ধরতে পারছেন না জেলেরা। আশা করি, এরপর থেকে বাজারে প্রচুর ইলিশ আসবে। এছাড়া চাঁদপুর অঞ্চলে মাছ আসতে কিছুটা সময় লাগে। এখানেও দ্রুতই প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া যাবে।’

তিনি জানান, গত বছর শুধু চাঁদপুরের বাজারগুলোতেই ইলিশ উঠেছিল ৪৮ হাজার ৩২৫ মেট্রিক টন।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১