মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া প্রতিনিধি:
সমাজিক যোগাযোগের মাধ্যমে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়েছেন অলিকুল সম্রাট হযরত শাহ আবদুল মালেক আল কুতুবী মুহিউদ্দিন আজমী (রহঃ) এর সুযোগ্য ছোট পুত্র শাহজাদা আবদুল করিম আল কুতুবী। তিনি এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা চিন্তা করে সমাজিক যোগাযোগের মাধ্যমে তার নিজ ফেইসবুক আইডি “শাহজাদা আব্দুল করিম আল কুতুবী ” থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দৃষ্টিগোচর করে কুতুবদিয়া বিদ্যুৎ সংযোগের জন্য জোর দাবি জানান। তাঁর ফেসবুকের স্ট্যাটাস অবিকল তুলে ধরা হয়েছে। তিনি লিখেছেন
মাননীয় প্রধানমন্ত্রী সমীপে বলেছি যে আগামী ডিসেম্বর ২০২১ সালের মধ্যে জাতীয় গ্রীডের মাধ্যমে কুতুবদিয়া বিদ্যুৎ সংযোগ প্রদান করার জোর দাবী জানাচ্ছি। প্রায় দুই লাখের অধিক বাসিন্দার প্রাণের দাবি আপনি পূরণ করুন। এই এলাকায় মধ্যে বিদ্যুৎ আসলে বহু কারখানা করা যাবে। আপনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে আমি আশা রাখি আরোও সমৃদ্ধশালী,ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ হিসাবে বহিঃ বিশ্ব কাছে আরোও পরিচয় লাভ করবে। এর আগে কুতুবদিয়ার জন্য বরাদ্দকৃত বিদ্যুৎ সন্দ্বীপে দেওয়া হয়েছে। সুতরাং আপনি এই অঞ্চলের জনসাধারণের প্রাণের দাবি পূরণ করলে এই এলাকায় জনসাধারণের আপনার কাছে চির কৃতজ্ঞ থাকিব এবং ঋণী থাকবে। এই এলাকায় মধ্যে এমন একজন মহাপুরুষের মাজার আছেন যিনি এই বাংলাদেশ সম্পর্কে অনেক কথা বলেছিলেন তাহা আজকে অক্ষরে অক্ষরে প্রতিফলন হচ্ছে। উনি হচ্ছে গাউছে মোখতার হযরতুল আল্লামা শাহ আবদুল মালেক মহিউদ্দিন আল কুতুবী আল আজমী (রহঃ)।অতএব এই মহাপুরুষের সম্মান রক্ষার্থে আপনি অতি দ্রুততার সহিত বিদ্যুৎ সংযোগ দিয়ে এই অঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের সমস্যা সমাধান করুন। মহান আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবার পরিজনকে এবং দেশে বাসীকে মহামারী করোনা ভাইরাস ও ডেঙ্গু থেকে হেফাজত করুক।
এছাড়াও দ্বীপের সর্বস্তরের জনগণের দীর্ঘদিনের দাবি “ত্রাণ চাইনা, টেকসই বেড়িবাঁধ ও বিদ্যুৎ চাই “।
Array