
০৩/০৩/২০১৯ রবিবার সন্ধা ৭ টায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ স্যার রংপুর গ্রান্ড প্যালেস হোটেলের এক বৎসর পূর্তি অনুষ্ঠানের কেক কেটে পালন করেন।
প্রিয়নেতা এরশাদ স্যারের এর সাথে উপস্থিত ছিলেন রংপুর জেলা সাধারণ সম্পাদক, মোঃ ফকরুজ্জাম জাহাঙ্গীর ভাই, এস এম ইয়াসীর জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আদ্বুর রাজ্জাক, মহানগর সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, মহানগর সাংগাঠনিক সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, জেলা সাংগাঠনিক সম্পাদক মুন্সী আদ্বুর বারি, সাংগাঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, রংপুরে হোটেল গ্রান্ড প্যালেস সাধারণ মানুষ সহ বিভিন্ন পেশার মানুষ সাথে সাক্ষাৎ করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আলিম উদ্দিন, যুগ্ন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, ডিপুটি কমিশনার ক্রাইম মোঃ মিনার হোসেন, অতিরিক্ত কমিশনার মোঃ ফারুক সহ সহ কারি কমিশনার সহ মেট্রোপলিটন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা স্যারের সাথে সাক্ষাৎ ।
সেই সাথে জাতীয় পার্টি বিভিন্ন উপজেলার উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী পুরুশ মহিলা সহ জাতীয় পার্টি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ সাক্ষাৎ করেন। স্যার সবার সাথে কথা বলেন সাক্ষাৎ করেন করেন, অনেক সময় কাটান। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ৩৩ ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ ও রংপুর সদর উপজেলা জাতীয় পার্টি নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Array