• ঢাকা, বাংলাদেশ

ইউপি ভোট: ৩৫৩ মনোনয়নপত্র বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান প্রার্থী ৩১ 

 admin 
21st Mar 2021 11:58 pm  |  অনলাইন সংস্করণ
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাছাইয়ে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে বাদ পড়েছে ৩৫৩ জনের মনোনয়নপত্র।
বাছাইয়ের পর চেয়ারম্যান পদে একক প্রার্থী ৩১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৭০ জন, সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) পদে ৫৮ জন এবং সদস্য (মেম্বার) পদে ২২৫ জন রয়েছেন।
রোববার (২১ মার্চ) এসব তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ এপ্রিল প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট হবে। ভোটের আগে ২৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। আওয়ামী লীগসহ ১১টি দল ভোটে থাকলেও বিএনপি অংশ নিচ্ছে না এবার।
ইসির কর্মকর্তারা জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, চাইলে তারা আপিল করতে পারবেন। সেখানেও সন্তুষ্ট না হলে এ বিষয়ে আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে।
ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার মনোনয়নপত্রজমা দেওয়ার শেষ দিন চেয়ারম্যান পদে ১ হাজার ৭৫২ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে স্বতন্ত্র ১ হাজার ৯৯ ও দলীয় প্রার্থী ৬৫৩ জন।
এছাড়া সাধারণ সদস্য (মেম্বার) পদে ১৪ হাজার ৪৩৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) পদে ৪ হাজার ৩০৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাই শেষে চেয়ারম্যান পদে ১ হাজার ৬৮০টি, সাধারণ সদস্য (মেম্বার) পদে ১৪ হাজার ২০৬ এবং সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) পদে ৪ হাজার ২৫০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৩৫৮ প্রার্থী মনোনয়ন জমা দেন। তাদের মধ্যে বাছাইয়ে চারজনের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ২২৭টির মধ্যে ১০টি, জাপার ৩২টির মধ্যে ২টি মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৫৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১