• ঢাকা, বাংলাদেশ

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, স্থান পেলেন তরকারা 

 admin 
05th Mar 2021 11:52 pm  |  অনলাইন সংস্করণ

আসন্ন পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ২৯১ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন ক্ষমতাসীন তৃণমূলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারের তালিকায় স্থান পেয়েছেন টলিউডের নামিদামি তারকারা। বাদ পড়েছেন ৮০ বছরের বেশি বয়সী বিধায়করা। তারুণ্য নির্ভর প্রার্থী তালিকা করেছে তৃণমূল। এর মধ্যে স্থান পেয়েছেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, জুন মালিয়া, সায়ন্তিকা, সোহম, অদিতি মুন্সি, বাহার মতো অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকরা।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে কালীঘাটে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রার্থী তালিকা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি ছাড়াও দলের জ্যেষ্ঠ নেতানেত্রীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘ভোটে তৃণমূলের নারী প্রার্থী ৫০ জন, মুসলিম প্রার্থী ৪২ জন। তফসিলি জাতি প্রার্থী ৭৯ জন, তফসিলি উপজাতি প্রার্থী ১৭ জন। আমি নন্দীগ্রাম থেকে লড়ছি, যা প্রতিশ্রুতি দিয়েছি, তাই করব।’

তারকারা যেসব আসনে লড়ছেন ইন্দ্রনীল সেন- চন্দননগর, চিরঞ্জিৎ চক্রবর্তী-বারাসত, বিদেশ বোস (ফুটবলার)- উলুবেড়িয়া পূর্ব, বীরবাহা হাঁসদা-ঝাড়গ্রাম, লাভলি মৈত্র-সোনারপুর দক্ষিণ, জুন মালিয়া-মেদিনীপুর, রাজ চক্রবর্তী-বারাকপুর, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় -বাঁকুড়া, সায়নী ঘোষ- আসানসোল দক্ষিণ, সোহম চক্রবর্তী-চণ্ডীপুর, অদিতিমুন্সি-রাজারহাট নিউটাউন, কৌশনি মুখোপাধ্যায়-কৃষ্ণনগর উত্তর,  মনোজ তিওয়ারি (ক্রিকেটার)-শিবপুর, কাঞ্চন মল্লিক-উত্তরপাড়া।

গত ২৬ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আট দফায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। প্রথম দফায় ভোটগ্রহণ শুরু ২৭ মার্চ। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ২ মে। এ বারের নির্বাচনে ভোটদান করবেন প্রায় ১৮ কোটি মানুষ।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১