• ঢাকা, বাংলাদেশ

বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যা প্রমাণ করে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগের টর্চার সেলে পরিণত হয়েছে——– জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক জামাল উদ্দিন। 

 admin 
12th Oct 2019 8:43 pm  |  অনলাইন সংস্করণ

শনিবার, ১২ অক্টোবর ২০১৯: বুয়েটের আবরার ফাহাদ রাব্বি হত্যার দ্রুত বিচার ও স্বদেশের স্বার্থহীন চুক্তি বাতিলের দাবিতে জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর উদ্যোগে সংগঠন এর সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খাঁন জুয়েল, শাহ ইমরান রিপন, ইঞ্জিঃএরশাদ সিদ্দিকী, আতা-ই-রাব্বী তানভীর, দক্ষিণ জেলা ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক মো: সোলাইমান।

প্রধান অতিথি জামাল উদ্দিন বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অন্যন্য বিশ্ববিদ্যালয়ের মতো বুয়েটে দীর্ঘদিন ধরে চলতে থাকা ছাত্রলীগের একচ্ছত্র সন্ত্রাসী কর্মকান্ড, অগণতান্ত্রিক আচরণ ও দখলদারিত্বের বিরুদ্ধে শিক্ষার্থীদের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ ঘটেছে। সেখানে ছাত্র রাজনীতির নামে ছিল ছাত্রলীগের টর্চার সেল, চাদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড আর নির্যাতন। বিরোধী কোন ছাত্রসংগঠন ওই ক্যাম্পাসে কাজ করতে গেলে নির্মমভাবে তাদের দমন করা হয়েছে। তাই সামগ্রিকভাবে ছাত্র রাজনীতি বন্ধ নয় বরং সন্ত্রাসী ও দলীয় লেজুড়বৃত্তিক অপরাজনীতি বন্ধের আহবান জানাচ্ছি।

সভাপতিত্বের বক্তবে নগর ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম বলেন, স্বদেশের স্বার্থহীন চুক্তির বিরুদ্ধে মত প্রকাশ করায় মেধাবী ছাত্র আবরার কে হত্যা করা হয়। দেশে কোথাও এখন মত প্রকাশের স্বাধীনতা নেই। মত প্রকাশের স্বাধীনতার পথ কে রুদ্ধ না করে আবরার, দিয়াজ, সনি, তাপস, আবু বক্কর সহ প্রত্যাক ছাত্র হত্যাকাণ্ডের দ্রুত বিচার এর দাবি জানাচ্ছি এবং ধারাবাহিক ভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্রসংগঠনগুলো গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করতে পারে সে ব্যবস্থা করে দেওয়ার জন্য জোড় দাবি জানাচ্ছি।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য জামাল হোসেন, রাশেদুল হক খোকন, দক্ষিণ জেলা ছাত্র সমাজের আহ্বায়ক এন.এম জসিম উদ্দিন, উত্তর জেলার আহ্বায়ক মাসুদুর রশিদ, কেন্দ্রয় সদস্য ও কক্সবাজার জেলার আহ্বায়ক সুলতান আহমদ, মো: আতাউল্লাহ, জিয়াউর রহমান মুকুল, দক্ষিণের সদস্য সচিব ইয়াছিন খান, উত্তরের সদস্য সচিব আলাউদ্দিন সোহেল, কক্সবাজার জেলার সদস্য সচিব বেলাল উদ্দিন, রাঙামাটি জেলা ছাত্র সমাজের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক শরিফ উদ্দিন, সদস্য সচিব মো: আলাউদ্দিন, নগর ছাত্র সমাজের নেতা আনিসুল ইসলাম মিনহাজ, ফিরোজ সিদ্দিকী, আরাফাতুল আলম কচি, তরিকুল ইসলাম ইমন, মো: আজিজ, কক্সবাজার জেলা থেকে মো: ফরিদ মিয়া, মাহবুবুর রহমান লিটন, মনির উদ্দিন, মো: রহমান, জুনায়েদ, দক্ষিণ জেলা থেকে রাজীব দাশ রাজু সহ জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ, কক্সবাজার, তিন পার্বত্য জেলার কলেজ, থানা, উপজেলার নেতৃবৃন্দ।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১