• ঢাকা, বাংলাদেশ

ভেনেজুয়েলার ২০ টন সোনা রাশিয়ায়! 

 admin 
31st Jan 2019 11:25 pm  |  অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার ২০ টন সোনা রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। দেশটির বিরোধী এক সদস্য এমনটাই দাবি করেছেন। তবে রাশিয়া বলছে, এমন খবর তাদের জানা নেই।

ব্লুমবার্গ ও টেলিগ্রাফের খবরে বলা হয়েছে ভেনেজুয়েলার বিরোধী এক সদস্য বুধবার টুইট করে জানান, ২০ টন সোনা বিমানে নেওয়া হয়েছে। এগুলো রাশিয়ায় নেওয়া হয়েছে। এই সোনার পরিমাণ ভেনেজুয়েলার শেয়ারের ২০ শতাংশের সমান। ওই আইনপ্রণেতা বলেন, যখন বিমানটি মস্কোতে পৌঁছায় ওই পরিবহনের জন্য কার্গো প্রস্তুত ছিল।

তবে সোনা রাশিয়ায় নেওয়ার তথ্য জানা নেই বলে জানিয়েছে ক্রেমলিন। এটিকে তারা ভুয়া সংবাদ হিসেবে আখ্যায়িত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিবিসি বলেন, জনগণের কাছে এটি গুজব ছড়ানো হয়েছে। রাশিয়া কখনো এমনটি করবে না। রাশিয়া চায় ভেনেজুয়েলার রাজনৈতিক অচলাবস্থার সমাধান। তবে রাশিয়া এতে হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তৃতীয় দেশ অংশগ্রহণ করতে পারে না।

ব্লুমবার্গ ও টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, সোনা পাচারের গুজব ছড়ানো হয়েছিল গণমাধ্যমের কারণে। এতে দাবি করা হয়েছিল, রাশিয়ার নর্ডউইন্ড এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি ৪০০ যাত্রী বহন করতে পারে। বিমানটি মস্কো থেকে এসেছে।

                   ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ছবি: সংগৃহীত

                                      ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ছবি: সংগৃহীত

 

এদিকে রাশিয়ার একটি বিমান ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিমানবন্দরে থাকার ছবি প্রকাশ করেছে রয়টার্স। তবে শুধু বিমান দাঁড়িয়ে থাকার ছবি। বিমানে কোনো যাত্রী নেই।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন। তৃতীয় পক্ষ বা বিদেশি দেশগুলোর সঙ্গে সম্ভাব্য মধ্যস্থতার ব্যাপারেও তিনি দরজা খোলা রেখেছেন।

‘ভেনেজুয়েলার মঙ্গলের স্বার্থে, শান্তি ও ভবিষ্যতের কথা বিবেচনায় আমি বিরোধী নেতার সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি আছি।’ মাদুরোকে উদ্ধৃত করে আরআইএর খবরে এ কথা বলা হয়েছে। দেশে বিরাজমান অচলাবস্থায় তৃতীয় পক্ষের মধ্যস্থতার ব্যাপারে মাদুরোর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ভেনেজুয়েলায় যা হচ্ছে তা নিয়ে বিশ্বজুড়ে অনেক সরকার ও সংস্থা তাদের উদ্বেগের কথা জানিয়েছে। তারা আলোচনার আহ্বান জানিয়েছে।

নিকোলা মাদুরো আগাম প্রেসিডেন্ট নির্বাচনের আহ্বানকে ‘ব্ল্যাকমেল’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এটি হুমকি প্রয়োগ করে কাজ হাসিলের মতো। যেসব দেশ এই আহ্বান করছে, তাদের ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

                ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট ও বিরোধী নেতা হুয়ান গুয়াইদো। ছবি: সংগৃহীত

                         ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট ও বিরোধী নেতা হুয়ান গুয়াইদো। ছবি: সংগৃহীত

 

আট দিনের মধ্যে নতুন করে নির্বাচন দিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর প্রতি ২৬ জানুয়ারি আহ্বান জানায় ইউরোপের দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নেদারল্যান্ডস। একই কথা বলেছে ইউরোপীয় ইউনিয়নও।
এদিকে নিকোলা মাদুরো সরকারের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘আরও নিষেধাজ্ঞা’ আরোপের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদো। জার্মান দৈনিক বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে গুয়াইদো এ আহ্বান জানান। প্রসঙ্গত, গত সোমবার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

স্বঘোষিত প্রেসিডেন্ট ও বিরোধী নেতা হুয়ান গুয়াইদো আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। গুয়াইদোর অভিযোগ, গত বছর অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির মাধ্যমে দ্বিতীয় মেয়াদে মাদুরো ক্ষমতায় বসেছেন।

২৩ জানুয়ারি ভেনেজুয়েলার বিরোধী নেতা ও পার্লামেন্টের স্পিকার গুয়াইদো নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। যদিও দেশটির অঙ্গরাজ্য ও সেনাবাহিনীর ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ২০টির বেশি দেশ হুয়ান গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১